চট্টগ্রাম অফিস : ব্যাংকক থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা রিজেন্ট এয়ারওয়েজের যাত্রীদের লাগেজ থেকে বিভিন্ন ধরনের পণ্য খোয়া গেছে। লাগেজগুলোর লক ভেঙে এবং ছিঁড়ে পণ্যগুলো সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে অবতরণ করা যাত্রীরা এই চুরির খপ্পড়ে পড়েন। চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের যোগসাজসে এই চুরির ঘটনা ঘটেছে বলে যাত্রীদের অভিযোগ।

বিমান বন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের কয়েকজন যাত্রী তাদের লাগেজ থেকে পণ্য খোয়া যাওয়ার ব্যাপারে তাকে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রিজেন্ট এয়ারওয়েজকেও ঘটনা তদন্ত করার জন্য বলা হয়েছে।

তবে চট্টগ্রাম বিমানবন্দরে এই চুরির ঘটনা নাও ঘটতে পারে অভিমত ব্যক্ত করে নূর ই আলম বলেন, ব্যাংকক বিমান বন্দরে চুরির ঘটনা ঘটেছে কিনা তার খবর নেওয়া হচ্ছে। এর আগেও এ ধরনের একটি ঘটনায় পরে ব্যাংকক এয়ারপোর্ট দায় স্বীকার করেছিল বলে জানান তিনি। এ ছাড়া চট্টগ্রাম বিমানবন্দরের টিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ঘটনার শিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয়কিষাণ চৌধুরী বলেন, তার লাগেজের লক ভেঙে কয়েকটি পারফিউম চুরি হয়ে গেছে। অন্যান্য যাত্রীদের লাগেজের লক ভেঙে এবং লাগেজ ছিঁড়ে মোবাইল সেট, ওষুধ, কাপড়, পারফিউমসহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে বলে জানান তিনি। অন্তত ১৫ জন যাত্রী এই চুরির শিকার হয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/এএল/জুন ২২, ২০১৪)