বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা : ববি
দ্য রিপোর্ট প্রতিবেদক : আর্জেটিনাকে সমর্থন করি। এবার বিশ্বকাপ তারাই জিতবে।’ এই কথা জোর দিয়ে বলেছেন মডেল ও চিত্রনায়িকা ববি।
এ বাপারে ববি দ্য রিপোর্টকে বলেছেন, আমাদের বাসায় সবার আলাদা আলাদা টেলিভিশন। সবাই একসঙ্গে বসে কিছু দেখা হয় না। খেলা তো দূরের কথা। তাই বিশ্বকাপের সময় একাই খেলা দেখতে হবে। আগেও হতো। খুব মন খারাপ করা পরিস্থিতি। তবে ছোটবেলার কথা মনে পড়ে, বাবার সঙ্গে বসে খেলা দেখতাম। তখন থেকেই আর্জেন্টিনাকে ভাল লাগত আমার।’
(দ্য রিপোর্ট/আইএফ/সিজি/আরকে/জুন ২৩, ২০১৪)