বগুড়া সংবাদদাতা : বগুড়া জেলায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা ১৮ দল। তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ ১৮ দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।

জেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ১৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় নেতাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, স্থানীয় যুবদল নেতা ইউছুব হত্যার বিচার, যুবদল নেতা মাসুদ রানাকে গ্রেফতারসহ অন্যান্য নেতাকর্মী গ্রেফতার, নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত জাতীয় নেতাদের মুক্তি দাবি ছাড়াও জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে হরতাল কর্মসূচি আহবান করা হলো।’

এ ছাড়াও একই দাবিতে শনিবার জেলার সব থানা ও পৌরসভার ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও ১৮ দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা জাগপার সভাপতি আমির হোসেন মণ্ডল, এলডিপির সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মুফতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/নভেম্বর ২৯, ২০১৩)