লিবিয়ায় সেনাবাহিনীর গুদামে বিস্ফোরণ, নিহত ৪০
দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর গুদামে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। অস্ত্র চুরি করতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।
অন্যদিকে, পৃথক ঘটনায় দেশটির সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে চার সেনাসদস্য নিহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান শহর সাবহার কাছে বারাক আল-চাতি এলাকায় বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।
বারাক আল-চাতি এলাকার বর্ডার সিকিউরিটি গার্ড ব্রিগেডের কমান্ডার খালিফা আলসঘাইর জানান, স্থানীয় বাসিন্দাদের ৪৩ জনের একটি দল সেনাবাহিনীর ওই গুদামে চুরি করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ৪০ জনের বেশি নিহত হয়েছেন বলে তিনি জানান।
তবে হাসাপাতাল সূত্র দুইটি মৃতদেহ ও চারজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।
বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
অন্যদিকে বৃহস্পতিবার বেনগাজিতে সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সঙ্গে ইসলামপন্থী মিলিশিয়া আনসার আল-শারিয়ার সংঘাতে চার সেনা নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সেনা সদস্যরা অস্ত্র, বিস্ফোরক ও বিপুল পরিমান অর্থসহ একটি গাড়িকে থামালে এ সংঘাত শুরু হয়।
বেনগাজির বিশেষ বাহিনীর কমান্ডার ওয়ানিস বুখমাদা এক সংবাদ সম্মেলেনে জানান, আনসার আল শরিয়ার সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত হয়েছেন।
পরে শহরের অপর প্রান্তে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আরো এক সেনা নিহত হন বলে নিরাপত্তা বাহিনীর এক সূত্রে জানা গেছে।
এদিকে, এসব ঘটনা লিবিয়ায় বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিকে তুলে ধরছে। তেল সমৃদ্ধ দেশটিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে।
২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে।
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২৯, ২০১৩)