দ্য রিপোর্ট ডেস্ক : অন্যরকম এক সম্মান পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে ক্রিকেটে টিকে থাকার জন্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশন তাকে ইয়াং লিডারের পুরস্কার দিতে যাচ্ছে।

২-৬ ডিসেম্বর মেলবোর্নে হতে যাওয়াডায়াবেটিস ফাউন্ডেশনের একটি সম্মেলনে ওয়াসিম আকরাম এই পুরস্কার গ্রহণ করবেন। ১৯৯৭ সাল থেকে পাকিস্তান ক্রিকেটের এই লিজেন্ড ডায়বেটিসের সঙ্গে লড়াই করছেন।

ওয়াসিম বলেন ‘আমি সবসময় একটি নিয়মের মধ্যে থেকেছি। প্রচুর পরিশ্রম করেছি। এর স্বীকৃতিস্বরূপ আমি এই পুরস্কার পেলাম।’

৯২ বিশ্বকাপ জয়ের এই নায়ক আরো বলেন ‘ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে আগে সামাজিক সচেতনতা প্রয়োজন। কারণ বিশ্বের অনেক মানুষের এই রোগ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানের প্রায় ১২.৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগছেন।

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/নভেম্বর ২৯,২০১৩)