চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ২ নৌ-ডাকাত আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার ফিশারিঘাট এলাকা থেকে অত্যাধুনিক ওয়ান শুটারগান ও গুলিসহ নুরুন্নবী (৩২) ও ইলিয়াছ (২২) নামে দুই নৌ-ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদেরকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ নৌ-ডাকাত নুরুন্নবী ও ইলিয়াছকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নৌ-ডাকাত চক্রের কয়েকজন বিকেলে ফিশারিঘাট এলাকায় একত্রিত হয়ে নৌকায় করে সমুদ্রে ডাকাতির জন্য বের হওয়ার পরিকল্পনা ছিল। তাদেরকে ধরার জন্য ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিন্তু বিকেলে বৃষ্টি শুরু হওয়ায় ডাকাতচক্রের অন্যরা আসার আগেই নুরুন্নবী ও ইলিয়াছ ওই এলাকা থেকে সরে পড়ার চেষ্টার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
আটকদের মধ্যে নুরুন্নবী একটি মামলায় ১২ বছর সাজা খেটে বছরখানেক আগে জেল থেকে বের হয়ে ডাকাতিতে জড়িয়ে পড়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এএল/জুন ২৩, ২০১৪)