ঢাবি প্রতিবেদক : সবার জন্য শিক্ষা ও শান্তির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (উসাব) উদ্যোগে তেঁতুলিয়া থেকে টেকনাফ বিজয় পদযাত্রা শুরু হয়েছে। তারা হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পদযাত্রা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পদযাত্রা উদ্বোধন করেন।

এ সময় ভাষাসৈনিক আব্দুল মতিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজয় পদযাত্রায় অংশগ্রহণ করেছেন উসাবের ৭ সদস্য। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল হালিম, তিতুমীর কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান, ঢাকা সিটি কলেজের রুহুল আমিন তাজ, ঢাকা কলেজের রাজিব ডালি, কবি নজরুল কলেজের আওলাদ হোসেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/এএস/নভেম্বর ২৯, ২০১৩)