গল্প নিয়েই ভাবছেন অজয়
দ্য রিপোর্ট ডেস্ক : অজয় দেবগন নতুন ধরনের ছবিতে অভিনয় করতে চান। ইদানিং তিনি গল্প নিয়েই বেশি ভাবছেন। তিনি চান এমন সিনেমা তৈরি করতে, যা সারাবিশ্বের সব ধরনের মানুষের দেখার উপযোগী হবে।
লস অ্যাঞ্জেলসের নির্মাতা প্রতিষ্ঠান ‘শিভালায়া এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে সম্প্রতি নতুন ধরনের ‘ইন্ডিপেনডেন্ট সিনেমা’ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন অজয় এবং ব্রিলস্টেইন এন্টারটেইনমেন্ট পার্টনারস।
অজয় বলেন, ‘আমি এই ব্যাপারে সচেষ্ট হয়েছি কারণ আমাদের দেশে এমন অনেক গুরুত্বপূর্ণ গল্প আছে যেগুলো সারাবিশ্বের সব মানুষকে জানানো সম্ভব। ‘ইন্ডিপেনডেন্ট সিনেমা’র মাধ্যমে আমরা কাজটি করতে পারব।’
তিনি আরো বলেন, ‘ব্রিলস্টেইন কোম্পানির সঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এ ধরনের সিনেমার কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারব এবং আমাদের দর্শকের সংখ্যাও বাড়বে। তবে এর পাশাপাশি বাণিজ্যিক ধারার সাধারণ সিনেমার কাজও চলতে থাকবে।’
শিভালায়া প্রোডাকশনের প্রথম সিনেমা ‘পার্চড’ মুক্তি পাবে ২০১৪ সালে। ভারতের গ্রামীণ এলাকার এক নারীর জীবনের নানা সুখ-দুঃখ নিয়ে গড়ে উঠেছে এ গল্প। ‘তিন পাত্তি’ খ্যাত নির্মাতা লীনা ইয়াদাভ এই সিনেমাটির চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন।
(দ্য রিপোর্ট/এমসি/নভেম্বর ২৯, ২০১৩)