চেক প্রতারণার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
চট্টগ্রাম অফিস : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেক প্রতারণার দায়ে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজের আদালত এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান দ্য রিপোর্টকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেক প্রতারণার ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নিউ সুপার মার্কেটের মেসার্স বিয়ে বাজার প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলমকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থ জরিমানা করেন। আসামি পলাতক থাকায় আত্মসমর্পণের দিন অথবা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দিন থেকে কারাদণ্ডের মেয়াদ শুরু হবে বলে জানান অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
আদালত সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, লোহাগাড়া শাখার ঋণের টাকা চেক প্রতারণার মাধ্যমে আত্মসাত করেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এ অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার পক্ষে অফিসার গিয়াস উদ্দিন চৌধুরী ২০১২ সালের ৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে আসামি করে ৫ লাখ ৬ হাজার ৪৮৩ টাকা আত্মসাতের অভিযোগে নিগোশিয়েবল অ্যাক্টের ১৩৮ ধারার বিধান মতে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার রায় প্রদান করেন বিচারক।
(দ্য রিপোর্ট/এমআই/ইইউ/এএল/জুন ২৪, ২০১৪