জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছি : আলীরাজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : `আর্জেন্টিনা ছাড়া কোনো টিম আছে নাকি? ব্রাজিল সাম্বা নিয়ে আছে। নিজেদের ঘরে খেলা তো। তাই এবার আর্জেন্টিনাই জিতবে’- বিশ্বকাপ প্রসঙ্গে কথাগুলো বলেছেন চলচ্চিত্র অভিনেতা আলীরাজ।
তিনি আরও বলেছেন,`ছোটবেলায় ফুটবল খেলতাম। কাদার মধ্যে কতো খেলেছি। তখন প্রাইমারি স্কুলে পড়ি। ওই সময় এখনকার মতো ফুটবল ছিল না। পাম্প দেওয়া ফুটবল ছিল। যেটা সুতা দিয়ে বাঁধতে হতো। একবার এক খেলার আগে বললাম ৫ নাম্বার ফুটবল নিয়ে খেলব।’
তখন ক্রীড়া শিক্ষক অন্যান্য সবাইকে জিজ্ঞাসা করলেন, ৫ নাম্বার ফুটবলের কথা কে বলেছে? সবাই বললো, ডাবলু ভাই বলেছে। স্যার আমাকে ধরলেন। আমি তাকে বললাম। ক্লাস ওয়ান থেকে তো ফুটবল দেননি। তাই ক্লাস ফাইভে উঠেছি। ৫ নাম্বার দিয়ে খেলব। ৫ নাম্বার অনেক বড় বল ছিল। এখন তো এগুলো নেই। এটা যুদ্ধের ঠিক আগের দিকের ঘটনা। এমনও হয়েছে, জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছি।’
(দ্য রিপোর্ট/আইএফ/সিজি/সাম্বাজুন ২০১৪)