অল্পের জন্য শতক পেলেন না তামিম
নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই খেলেছেন তামিম। ১৫৩ বল খেলে ৯৫ রান করেছেন। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও কোনো ছয় হাঁকাতে পারেননি বাঁহাতি এই ক্রিকেটার। তবে ১৭টি চার ছিল তার ইনিংসে।
ওয়াগনারের বল উঠিয়ে মারতে গিয়ে উইলিয়ামনের হাতে ধরা পড়েন। বল আকাশে উড়লেও তামিম উড়তে পারেননি। কারণ ২০১০ সালের পর টেস্টে পঞ্চম শতক করার দ্বারপ্রান্তে গিয়েও সেটা বাস্তবের মুখ দর্শন করতে পারেনি।
এর আগে ক্যারিয়ারে চারবার টেস্ট শতক পেয়েছেন তামিম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং পরের বছর তিনটি শতক হাঁকান তিনি। লর্ডস ও ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও ঢাকায় ভারতের বিপক্ষে একটি শতক করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২১, ২০১৩)