ইরানে পরমাণু স্থাপনার কাছে ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি
দ্য রিপোর্ট ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু স্থাপনার কাছে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। দেশটির জরুরি ত্রাণ ব্যবস্থাপনার প্রধান হাসান কাদেমি রাষ্ট্রীয় গণমাধ্যমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ইরানের বরাজযান শহরের ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। শহরের বন্দরনগরী বুশেহেরের পরমাণু স্থাপনা থেকে মাত্র ৪৮ কিলোমিটার উত্তরে অবস্থিত।
এর আগে গত এপ্রিলে বুশেহেরের কাছে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৭ জন মারা যায় এবং আহত হয় শতাধিক। তবে পরমাণু স্থাপনাটির তেমন কোনো ক্ষতি হয়নি।
ইরানে গড়ে প্রতিদিন একটি করে ভূমিকম্প অনুভূত হয়। সূত্র : এএফপি
(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২৯, ২০১৩)