সীতাকুণ্ডে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় বালতি ভর্তি পানিতে পড়ে আবৃতা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিরা এলাকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকালে বৃষ্টির পানি ধরার জন্য কুমিরার বাজারপাড়া এলাকার আবু তাহেরের পরিবার ঘরের বাইরে বালতি বসায়। পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে থাকার সুযোগে বালতির পানিতে খেলতে গিয়ে তাতে পড়ে যায় আবু তাহেরের দুই বছরের মেয়ে আবৃতা। পরে বাড়ির লোকেরা দেখতে পেয়ে আবৃতাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/আরকে/জুন ২৪, ২০১৪)