মিরপুরে দোতলা বাসে আগুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শুক্রবার বেলা ১টার দিকে বিআরটিসির থেমে থাকা একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসে চালক বা যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আকতার জনান, মিরপুর-গাজীপুর রুটে চলাচল করা এ বাসটি মিরপুরে বাঙলা কলেজের সামনের সড়কে পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা দোতলা বাসটিতে আগুন ধরিয়ে দিলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/এইচএসএম/নভেম্বর ২৯, ২০১৩)