মাগুরা ও টাঙ্গাইলে গায়েবানা জানাজা
দ্য রিপোর্ট ডেস্ক : অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সন্ত্রাসীদের হামলায় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার মাগুরা ও টাঙ্গাইলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা বিএনপির ইসলামপুরপাড়ার দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে টাঙ্গাইলে বাদজুমা গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক অংশ নেন।
(দ্য রিপোর্ট/এআর/এএস/নভেম্বর ২৯, ২০১৩)