চট্টগ্রামে এসিড মামলা
মুফতি ইজাহার ও ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসা থেকে এসিড উদ্ধারের ঘটনায় হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম ও তার ছেলে হারুন ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
১৫ জুলাই থেকে আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছে বলে মুফতি ইজাহারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানিয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নগরীর লালখানবাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ ছাত্র আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিন ছাত্র মারা যান।
মাদ্রাসা কর্তৃপক্ষ অবশ্য ল্যাপটপের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করে। তবে পুলিশ ওই কক্ষে তল্লাশি চালিয়ে চারটি গ্রেনেড ও বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। মুফতি ইজাহারের কক্ষে তল্লাশি চালিয়ে ১৮ বোতল এসিড পাওয়া যায়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
অভিযোগ গঠনের সময় হারুন ইজাহারকে আদালতে হাজির করে পুলিশ। তবে মুফতি ইজাহার পলাতক রয়েছেন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/এজেড/জুন ২৫, ২০১৪)