দ্য রিপোর্ট প্রতিবেদক : পুরান ঢাকার কলতাবাজার এলাকায় রঘুনাথ দাস লেনে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। খুব সকালে এ দুর্ঘটনা ঘটায় সেখানে কোনো মানুষ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আকতার জনান, ধারণা করা হচ্ছে ভবন নির্মাণের আগে ঠিকমতো পাইলিং করা হয়নি। এ কারণে নির্মাণাধীন ভবনটি ধসে পড়তে পারে।

এলাকাবাসী জানায়, এক মাসের মধ্যে চারতলার ছাদ ঢালাই দেওয়া হয়েছে। ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/নভেম্বর ২৯, ২০১৩)