সাপ্তাহিক গেইনারের শীর্ষে সেন্ট্রাল ফার্মা
দ্য রিপোর্ট প্রতিবেদক: লেনদেন হওয়া বেশিরভাগ কার্যদিবসে শেয়ার দর বাড়ায় সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
সপ্তাহশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ারের দর বেড়েছে ২২.৮৬ শতাংশ। মোট ৫২ কোটি ২৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে যার পরিমাণ ছিল ১০ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকা।
তালিকার অন্য কোম্পানিগুলো হলো-ফুওয়াং সিরামিক, জিপিএইচ ইস্পাত, প্যারামাউন্ট টেক্সটাইল, দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি।
‘এ’ ক্যাটাগরির সেন্ট্রাল ফার্মা চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৭১ কোটি ৩০ লাখ টাকা। এ কোম্পানির মোট ৭ কোটি ১৩ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালক ৫০.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৯.৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২০.৩২ শতাংশ শেয়ার। এ শেয়ারের বর্তমান মূল্য আয় অনুপাত (পিইরেশিও) ২৫।
(দ্য রিপোর্ট/এইচকে/নভেম্বর ২৯, ২০১৩)