দুর্বল দলের সাপোর্টার আরফান আহমেদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : খেলা দেখতে বসলে যে দল দুর্বল, সেই দলের প্রতি মায়া লাগে। তাই তাদের সমর্থন করি।’-কথাগুলো অবলীলায় বলেছেন অভিনেতা আরফান আহমেদ।
তিনি বলেছেন, ছোটবেলায় না বুঝে বলতাম। ম্যারাডোনার দলকে সাপোর্ট করি। তখনও জানি না, ম্যারাডোনা কোন দলের। একটু বড় হওয়ার পর জানতে পেরেছি, তার দলের নাম আর্জেন্টিনা। এখন সেভাবে কোনো দল সমর্থন করি না। কোনো দলকে যদি প্রথম থেকে আক্রমণ করে যাওয়া হয়, তখন তাদের পক্ষ নিই। যেন তারা বেঁচে যায়। সত্যি বলতে কি? দুর্বল দলকে সাপোর্ট করে খুশি হই আমি।’
তিনি আরও বলেছেন, আগে আবাহনী-মোহামেডান খেলার সময় মজা পেতাম। এখন বিশ্বকাপ দেখতে গেলেও খেলা দেখার চেয়ে একসঙ্গে আড্ডা দেওয়া হয় বেশি। তবে ব্যস্ততা বেড়ে গেছে। দুই-তিন বিশ্বকাপ আগেও খিচুরি বা মুড়ি চানাচুর মেখে একজনের বাসায় বসে অনেকেই খেলা দেখতাম। ব্রাজিল-আর্জেন্টিনা পক্ষ বিপক্ষ নিয়ে কথা উঠত। কিন্তু আমার এখানে কথা আছে। ব্রাজিল কারো বাবার দেশ না। আর্জেন্টিনা কারো মায়ের দেশ না। এতো তর্কের কি আছে? ওই দেশ কি জানে, বাংলাদেশে তাদের এতো সমর্থক। যেটা তাদের দেশেও হয়তো নেই।’
(দ্য রিপোর্ট/আইএফ/সিজি/আরকে/জুন ২০১৪)