আইপিএলে খেলবে আফ্রিদিরা!
দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হবে বলে প্রত্যাশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।বোর্ডের এক কর্মকর্তা এমন আশাবাদ ব্যক্ত করেছেন।
ওই কর্মকর্তা জিইনিউজকে বলেছেন ‘মার্চে বিশ্বকাপের পর আইসিসির ক্যালেন্ডারে পাকিস্তান দলের কোনো ম্যাচ সূচি নেই। এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে আইপিএল। আমরা আশা করি বিসিসিআই আমাদের ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।’
পিসিবি থেকে আরও বলা হয়েছে ‘আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষ্যে আইপিএল অন্য কোনো দেশে আয়োজন চিন্তা-ভাবনা করছে আয়োজকরা। এটি হলে আমাদের বিষয়ে বিসিসিআই খুব সহজে একটি সিদ্ধান্তে আসতে পারবে।’
এদিকে কিছুদিন আগে পিসিবি প্রধান ও বিসিসিআই প্রধানের মধ্যে একটি সিরিজ আয়োজনের ব্যাপারে কথা চলছিলো। কিন্তু বিষয়টি এখনো মৌখিকভাবেই সীমাবদ্ধ আছে।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে আমন্ত্রণ জানানো হয়নি।
(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২৯, ২০১৩)