সিএসইর পর্ষদ সভা স্থগিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদ গঠনে স্বতন্ত্র পরিচালক মনোনয়নের লক্ষ্যে নোমিনেশন রেমিউনারেশন অ্যান্ড হিউম্যিান রিসোর্স কমিটি গঠনের জন্য ঘোষিত বোর্ড সভা স্থগিত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। প্রধান বিরোধী দলের ডাকা অবরোধের কারণে বোর্ড সভা স্থগিত করা হয়েছে বলে সিএসই সূত্রে জানা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সভার পরবর্তী তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনের অস্থিরতা শিথীল না হওয়া পর্যন্ত সভা বিলম্বিত হতে পারে বলে সিএসইর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গত ২৯ নভেম্বর ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদ গঠনে স্বতন্ত্র পরিচালক মনোনয়নের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পাঁচটি কমিট গঠন করে।
(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/এনডিএস/নভেম্বর ৩০, ২০১৩)