চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সারোয়ার (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সারোয়ার কুমিল্লা জেলার লাঙ্গলকোট সদরের গোনকোট এলাকার হাফিজ আহমদের ছেলে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিয়াজউদ্দিন বাজারে বেলায়েত শাহ মাজারের কাছে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন শ্রমিক সারোয়ার। সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমডি/সা/জুন ২৫, ২০১৪)