৬০ বছর পর জানলেন বদলে গেছে মা-বাবা

দ্য রিপোর্ট ডেস্ক : ঠিক সিনেমার কাহিনীর মতোই জন্মের সময় হাসপাতাল থেকে বদলে নিজের ধনী মা-বাবার কাছ থেকে এক দরিদ্র পরিবারের কাছে গিয়েছিলেন জাপানের এক ব্যক্তি। দীর্ঘ ৬০ বছর পর সিনেমার মতোই নাটকীয়ভাবে বিষয়টি আবিষ্কার করলেন তিনি।
বিষয়টি জানার পর তাকে জন্মের সময়টিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া হাসপাতালের ভুলে বদলে যাওয়ার ফলে দারিদ্র জীবনযাপন করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি।
মামলায় জিতেও যান। আদালত ওই হাসপাতালকে তিন লাখ ৭৪ হাজার মার্কিন ডলার জরিমানাও করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি টোকিওতে বুধবার একটি সংবাদ সম্মেলেনে জানান, তিনি চরম সত্যিটা জেনে একেবারে বিমুঢ় হয়ে পড়েছিলেন। তিনি আরো জানান, এ ঘটনা না ঘটলে তার জীবন হয়তো সম্পূর্ণ বদলে যেতো।
তিনি বলেন, ‘আমার হয়তো অন্যরকম জীবন হতে পারতো। হাসপাতাল আমার জন্মের সময়টা যদি ফিরিয়ে দিতে পারতো!’
১৯৫৩ সালে টোকিও’র একটি হাসপাতালে ওই ব্যক্তির জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল করে তাকে তার জন্মের ১৩ মিনিট পরে জন্ম নেওয়া এক শিশুর সঙ্গে বদলে দেয়।
পেশায় ট্রাকচালক অকৃতদার ওই ব্যক্তির পরিবার বেশ ধনী। তার অন্য চার ভাই বেশ বিলাসবহুল জীবনযাপন করছে। অন্যদিকে ওই ব্যক্তিকে বড় হতে হয়েছে একটি দরিদ্র পরিবারে। (সূত্র: এএফপির)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ২৯, ২০১৩)