চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা আমদানি-রফতানি বন্ধ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্বব্যাপী সাবক্যাবল প্রতিস্থাপনের জন্য বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল হাকিম।
তিনি বলেন, সার্ভারের কার্যক্ষমতা উন্নয়নের জন্য ওরাকল বিশ্বব্যাপী সাবক্যাবল প্রতিস্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউজের ‘এক্সাডাটা’ সার্ভারের সাবক্যাবল প্রতিস্থাপনের জন্য ওরাকল অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম বন্ধ থাকবে।
ফলে শুল্ক বিভাগে কোনো মেনিফেস্টো, বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল, পণ্য খালাসসহ অন্য কার্যক্রম করা যাবে না।
এ সবের সঙ্গে বন্দরের আমদানি-রফতানি সরাসরি জড়িত বিধায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম থাকবে বলে জানান এ কাস্টম কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/কেএইচ/ইইউ/এপি/এনআই/জুন ২৫, ২০১৪)