জাবি সংবাদদাতা : ১০ দিন ধরে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসি অধ্যাপক এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও অধ্যাপক আফসার আহমদ।

অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ দাবিতে ২০ নভেম্বর থেকে দুই প্রো-ভিসি এম এ মতিন ও আফসার আহমদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন তারা।

এ বিষয়ে ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, উপাচার্যের পদের প্রতি ‘লোভের’ কারণেই আজ বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/নভেম্বর ২৯, ২০১৩)