দু-তিন দিনের মধ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত : ইসি
তিনি জানান, চূড়ান্ত খসড়ার বিষয়ে মতামত নিতে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। পাশাপাশি সুশীলসমাজ ও সাধারণমানুষের মতামত নিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ও দেওয়া হবে।
নির্বাচন কমিশনার জানান, সংসদ রেখে অথবা সংসদ ভেঙ্গে দুইব্যবস্থাতেই আচরণ বিধি তৈরি করা হয়েছে। সংসদ রেখে নির্বাচন হলে সংসদসদস্যরা যে সুযোগ পাবেন প্রতিপক্ষপ্রার্থী ও সেই সুযোগ পাবে। এ বিষয়ে ও নজর রাখা হচ্ছে।
সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রেখে আচরণবিধি করা হচ্ছে বলেও জানান তিনি।
(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচ/ এমডি/অক্টোবর২১,২০১৩)