চট্টগ্রাম সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়ায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে জাকির হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত জাকিরকে নিজেদের কর্মী দাবি করেছে বিএনপি।

চকরিয়া স্টেশনে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে এ ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী অভিযোগ করেন, বিকেল ৩টায় চকরিয়া বাস টার্মিনাল এলাকায় চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি কর্মীরা মিছিল সহকারে চকরিয়া স্টেশনের দিকে আসতে চাইলে পুলিশ লাঠি চার্জ শুরু করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাদের সঙ্গে যোগ দেয়।

এ সময় ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ রয়েছে। বিএনপি নেতাকর্মীরা শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। সংঘর্ষ চলাকালে জাকির হোসেন নামে একজন মারা গেছেন বলেও জানান তিনি।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকন জানান, কোনো কারণ ছাড়াই জানাজা শেষে ফেরার সময় পুলিশ বিএনপিকর্মীদের ওপর ফাঁকা গুলি ছোড়ে।

উল্লেখ্য, অবরোধ চলাকালে মঙ্গলবার উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমকে আটক করে আদালতে পাঠায় পুলিশ । আবদুল হালিম বুধবার জামিনে মুক্তি পাওয়ার পর অসুস্থ অবস্থায় চকরিয়ার মালুমঘাটের খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপির অভিযোগ পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে রবিবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/নভেম্বর ২৯,২০১৩)