দ্য রিপোর্ট ডেস্ক : মিউজিক্যাল শো ‘রক অ্যান্ড রিদম’-এ এবার আসছে ব্যান্ডদল ‘নোভা’। এটিএন বাংলার স্টুডিও থেকে শনিবার রাত ৮টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

আশির দশকের শেষভাগে ব্যান্ডের দল ‘নোভা’র আত্মপ্রকাশ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল এটি। তাদের প্রথম অ্যালবামের নাম ‘আহ্বান’। এই অ্যালবমের ‘আহ্বান’ গানটি তখন ব্যাপক প্রিয়তা পায়। মাদকবিরোধী এই গান তখন রাষ্ট্রীয় বিশেষ পুরস্কারও লাভ করে।

দলটির দ্বিতীয় অ্যালবামে স্থান পায় বেশ কয়েকটি বক্তব্যধর্মী গান। এর মধ্যে একটি ছিল ‘রাজাকারের তালিকা চাই’। গানটি পিঙ্ক ফ্লয়েডের বিখ্যাত গান ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়ালে’ আদলে গাওয়া।

‘রক অ্যান্ড রিদম’-এ কণ্ঠশিল্পী ও সুরকার এস আই টুটুলের সঞ্চালনায় গানের ফাঁকে ফাঁকে ‘নোভা’র সদস্যদের সঙ্গে আলোচনা হবে। এতে উঠে আসবে সদস্যদের সঙ্গীত জীবনের নানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির পেছনের কথা।

‘রক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বিলাস খান।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৯, ২০১৩)