ফেনীতে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
ফেনী প্রতিনিধি : জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় অঞ্চল চরচান্দিয়া ইউনিয়নে বুধবার রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনি দিয়ে ৪ ডাকাতকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
তারা হলেন, চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের অবদুল হালিমের ছেলে রহমত উল্যাহ (৩০), হোসেন আহম্মদের ছেলে আবদুর রহমান (২৮) সুলতান আহমদের ছেলে ইসমাইল (২৮) ও সফি উল্যার ছেলে সোহেল প্রকাশ সেন্টু।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ ঘটনাটি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার গভীর রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের প্রবাসী দেওল হকের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চারদিক থেকে তাদের আটক করে। পরে গণপিটুনি দিয়ে ওই চার যুবককে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এমডি/আরকে/জুন ২৬, ২০১৪)