দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানকে আবারো ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ শফিকুরকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন মামলায় প্রায় একবছর কারাগারে আটক ছিলেন শফিকুর। কয়েক দিন আগে আদালত থেকে জামিন নিয়ে তিনি মুক্তি লাভ করেন।

বিগত ২০১২ সালের ডিসেম্বর মাসে গাড়ি ভাঙচুরসহ কয়েকটি মামলায় গ্রেফতার হন শফিকুর রহমান। গ্রেফতারের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন।

কারাগার থেকে মুক্তি লাভের পর থেকেই শফিকুর সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/নভেম্বর ২৯, ২০১৩)