চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড থেকে গাঁজা ও ফেনসিডিলসহ সিরাজ (৪০) ও ইদ্রিস (৩৫) নামের দুইজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবদুল গোফরান ও উপ-পরিদর্শক (এসআই) সুরেশ চন্দ্র চৌধুরীসহ ডিবি পুলিশের একটি দল পুরান রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তায় দাঁড়ানো সিরাজকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তায় প্লাস্টিকের স্কচটেপ মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা ও কাগজ দিয়ে মোড়ানো একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশ স্টেশন এলাকা থেকে ইদ্রিসকেও আটক করে।
সিরাজ কুমিল্লা জেলার বি-পাড়া থানার উত্তর তেতাভূমি এলাকার বাবলু মিয়ার ছেলে এবং ইদ্রিস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের কবির আহমদের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে। আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/আরকে/জুন ২৬, ২০১৪)