দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের গোয়া পুলিশ সাপ্তাহিক তেহেলকা’র প্রতিষ্ঠা তরুণ তেজপালকে আটক করেছে। খবরে বলা হয়েছে তিনি গোয়া বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয়। খবর এনডিটিভির।

তেজপাল শুক্রবার দিল্লি থেকে গোয়ায় আসেন। দিল্লি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, আমি সমন পেয়েছি, তাই গোয়া যাচ্ছি।

গোয়ার একটি আদালতে তেজপালের আইনজীবী যেসব যুক্তিতর্ক উপস্থাপন করে জামিনের আবেদন করেছেন, বিচারক সেগুলো নাকচ করে দিয়েছেন। এমনকি বিচারক আদালতে ওই নারীর সাংবাদিকের নাম উল্লেখ করতেও তেজপালের আইনজীবীকে মানা করে দিয়েছেন।
এদিকে তেজপালের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। তবে আদালত ওই দাবি অবাস্তব উল্লেখ করে তা খারিজ করে দিয়েছেন।

আইনজীবী আরও বলেন, আমার কাজ হচ্ছে অপরাধ নিয়ে। রাজনৈতিক কোন মন্তব্য করা নয়।

গত সপ্তাহে তেহেলকা’র এক নারী সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গোয়ার পুলিশ তেজপালের বিরুদ্ধে মামলা করেছিল।

(দ্য রিপোর্ট/আদসি/নভেম্বর ২৯, ২০১৩)