চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালক হানিফ (২৭) ও গ্যারেজের নৈশপ্রহরী মো. মিন্টুর (৪০) মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে আমবাগান এলাকার বাবুলের গ্যারেজে এ ঘটনা ঘটে। হানিফ নোয়াখালী জেলার আনোয়ার মুহুরির ছেলে এবং মো. মিন্টু খুলনা জেলার আবুর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুলের গ্যারেজে রাতে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার কাজ চলছিল। বুধবার রাতে রিকশার ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রিকশাচালক হানিফ। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মিন্টু নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/আরকে/জুন ২৬, ২০১৪)