ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন গাজী ট্যাংক
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ৬০ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৫ রান তোলে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ইয়ন মর্গান ৮৪, মাহমুদউল্লাহ ৫১, ইমরুল কায়েস ৪০, রিয়াজুল ইসলাম ৩৬ ও টেন ডয়েশকেট অপরাজিত ৩৫ রান করেন।
২টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন শফিউল আলম, ফরহাদ রেজা, সোহাগ গাজী ও মমিনুল হক।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে গাজীর বোলিং তোপে সুবিধা করতে পারেনি প্রাইম দোলেশ্বর। ৪৫.৪ ওভারে ২৩৫ রান তুলেই গুটিয়ে গেছে তারা। মুমিনুল ৮৬, ফরহাদ রেজা ৭৯ ও সোহাগ গাজী ২২ রান করেছেন। আজহার জাইদী ৪টি ও নাঈম ইসলাম জুনিয়র নিয়েছেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী ট্যাংক : ৫০ ওভারে ২৯৫/৭ (মর্গান ৮৪, মাহমুদউল্লাহ ৫১, ইমরুল ৪০; তাইজুল ২/৭৪)
প্রাইম দোলেশ্বর : ৪৫.৪ ওভারে ২৩৫ (মমিনুল ৮৬, ফরহাদ ৭৯; আজহার ৪/৩৯, নাঈম (জুনিয়র) ৩/৮)
ফল: গাজী ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়ন মর্গান (গাজী)
(দ্য রিপোর্ট/সিজি/আইজেকে/নভেম্বর ২৯, ২০১৩)