দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানে বৃহস্পতিবার রাতে মার্কিন ড্রোন হামলায় তিন সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর ডন নিউজের।

ওয়ারিজিস্তানের মিরামশাহ তেশিলের কাছে আঙ্গার কিল্লায় মার্কিন ড্রোন বিমান থেকে দুটি মিসাইল ছোঁড়া হয়। এর আগে ড্রোনটি ওই এলাকায় বেশ কয়েকঘণ্টা ধরে টহল দেয়।

এখন পর্যন্ত নিহত সেনাদের পরিচয় জানা যায়নি।

দেশটিতে মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সম্প্রতি ড্রোন হামলার প্রতিবাদে দেশব্যাপী বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

পাকিস্তান সরকার মার্কিন সরকারকে ড্রোন হামলা বন্ধে অনুরোধ করা সত্ত্বেও এ হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।

নতুন সেনাপ্রধান হিসেবে শুক্রবার শপথ নেওয়া রাহেল শরীফের সামনে এটাই প্রথম ও প্রধান চ্যালেঞ্জ।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)