অন্ধ্রপ্রদেশে লেহারের দুর্বল আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে দুর্বলভাবে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘লেহার’। বৃহস্পতিবার বিকালে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হলেও তা তেমন প্রলয়ঙ্কারী রূপ নেয়নি। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার সি পার্থসারথি জানান, বৃষ্টিপাত হলেও মচিলিপাটনামে ‘লেহার’ দুর্বলভাবে আঘাত হেনেছে।
তিনি বলেন, ‘এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘণ্টাপ্রতি ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে।’
আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৪৫ হাজার লোক শুক্রবার তাদের বাড়িতে ফিরে গেছে বলেও জানান তিনি।
এ নিয়ে গত সাত সপ্তাহের ব্যবধানে অন্ধ্রপ্রদেশে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হানলো।
(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)