যেকোনো মূল্যে শাপলা চত্বরের মহাসমাবেশ : হেফাজত
দ্য রিপোর্ট প্রতিবেদক : যেকোনো মূল্যে ২৪ ডিসেম্বর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ সফল করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদরাসা ভিত্তিক এ সংগঠনটির নেতারা বলেছেন, সরকার যদি এতে বাধা দেয় তাহলে এর দায় তাদেরই নিতে হবে। একই সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে ব্যঙ্গ-বিদ্রূপ ও কটূক্তি বন্ধ করে ১৩ দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছেন নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় বিক্ষোভ মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে হেফাজতের নেতারা এসব কথা বলেন।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আহবায়ক নুর হোসাইন কাসেমী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতার জোরে সংবিধানের মূলনীতি থেকে মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের কথা মুছে দিয়ে স্ববিরোধী নাস্তিকে পরিণত হয়েছে। তারা আল্লাহ ও মহানবী (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে নবীর দুশমনে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘আহমদ শফী আল্লাহর ওলী। ওলীদের বিরোধীতা করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এ যুদ্ধে জালেমদের শোচনীয় পরাজয় হবে।’
হেফাজতের আরেক কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘সরকারের মন্ত্রীরা আল্লামা আহমদ শফীসহ আলেমদের বিরুদ্ধে কটূক্তি ও বিষোদগার বন্ধ না করলে তাওহিদী জনতা তাদের উচিৎ জবাব দিবে এবং যে কোনো মূল্যে নাস্তিকদের পৃষ্ঠপোষক সরকারকে মোকাবেলা করা হবে।’
তিনি হেফাজত ঘোষিত শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করার জন্য উপস্থিত নেতাকর্মীদের কাছ থেকে শপথ নেন।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর যুগ্ম আহবায়ক মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘আওয়ামী সরকারের আমলে আল্লাহ-রাসুল (সা.) ও পবিত্র কাবা শরীফ সম্পর্কে কটূক্তি করা হয়েছে। সরকার এর কোনোটারই বিচার করে নাই।’
যেকোন মূল্যে ২৪ ডিসেম্বর ঢাকার শাপলা চত্বরের মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বাধা দিলে সরকারেরই ক্ষতি হবে।’
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক, মহানগর যুগ্ম সদস্য সচিব মাওলানা সাখওয়াত হোসাইন, যুগ্ম সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মহিউদ্দীন ইকরাম, মুফতী ফখরুল ইসলাম ও মাওলানা সুলতান মহিউদ্দীন প্রমূখ।
(দ্য রিপোর্ট/কেএ/এইচএস/নভেম্বর ২৯, ২০১৩)