চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ১৫০০ টন স্টিলের কয়েলবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজটি থেকে ১১ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গার হরিনগরে শুক্রবার সকাল ৮টার দিকে বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়ার সময় ‘এমভি সুন্দরবন’ নামের ওই জাহাজটি ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজডুবির কারণে চ্যানেলে কোনো সমস্যা হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/এজেড/জুন ২৭, ২০১৪)