দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আমি খেলা দেখি না। পছন্দও করি না।’ বিশ্বকাপের জোয়ারে যখন সারাবিশ্ব ভাসছে তখন এমন কথা বললেন মডেল-অভিনেত্রী ভাবনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাসার সবাই ব্রাজিলের সমর্থক। কিন্তু আমি কোনো দলকেই সমর্থন করি না। আর সারাদিন শুটিং করে বাসায় গিয়ে খেলা দেখার মতো এনার্জি থাকে না। বাসায় সবাই বসে খেলা দেখে। আমি দেখতে পারি না।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, যেখানে আমাদের দেশ খেলছে না। সেখানে আমি বাইরের দলকে কেন সমর্থন করব।’

(দ্য রিপোর্ট/আইএফ/ডব্লিউএস/আরকে/জুন ২৭, ২০১৪)