দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশটিতে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে শুক্রবার তিনি এই ঘোষণা দেন। খবর বিবিসির।

থাই প্রধানমন্ত্রী দাবি করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ক্ষমতা প্রয়োগে তিনি অনুমোদন দেবেন না। বিক্ষোভকারীরা সেনাসদরে অবস্থান নেওয়ার পর তিনি এ কথা বলেন।

ইংলাক বলেন, ‘আমি যদি আগাম নির্বাচনের ঘোষণা দেই, তাহলে বিক্ষোভকারীরা শান্ত হবে এমন কোনো নিশ্চয়তা নেই।’

তিনি বলেন, ‘আমি এই দেশকে ভালবাসি। দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছি। দেশের জন্য আমার একটা জিনিসই দরকার, আর তা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা।’

তিনি আরও বলেন, ‘থাইল্যান্ডের পরিস্থিতি ‘খুবই নাজুক’ এবং সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে।’

এর আগে বৃহস্পতিবার অনাস্থা ভোটে জয়লাভের পর ইংলাক বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিরোধী নেতা সুতেপ থকসুবান তার এই আবেদন প্রত্যাখান করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের সাধারণ নির্বাচনে পু থাই পার্টির জয়লাভের মাধ্যমে ইংলাক সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/নভেম্বর ২৯, ২০১৩)