দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকে শুক্রবার ১৮ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগদাদের কাছে একটি শহর থেকে অপহরণের পর তাদের হত্যা করা হয়। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, রাজধানী বাগদাদের ৩২ কিলোমিটার উত্তরে সুন্নি অধ্যুষিত মেশাদা শহরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই মৃতদেহগুলো পাওয়া গেছে। সম্প্রতি ইরাকে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি তার সর্বশেষ ঘটনা।

অস্ত্রধারীরা শুক্রবার ওই ব্যক্তিদের বাসা থেকে অপহরণ করে। কিন্তু কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরাকের এ অঞ্চলে অস্ত্রধারীরা প্রায়ই সেনাবাহিনীর পোশাকে হামলা করে থাকে।

অপহরণের পর তাদের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ একটি ফলের বাগান থেকে তাদের মৃতদেহ খুঁজে পায়।

২০০৬-০৭ সালের পর এ বছর ইরাকে সহিংসতায় সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে। ইতোমধ্যে এ বছর ইরাকজুড়ে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় ১০ হাজার লোক নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/নভেম্বর ২৯, ২০১৩)