দ্য রিপোর্ট ডেস্ক : একটি গানের শুটিংয়ে খরচ পাঁচ কোটি টাকা! শুনে চোখ কপালে উঠলেও এমন ঘটনাই ঘটেছে ‘ধুম থ্রি’ ছবিতে। এই গানের পেছনে এত টাকা খরচ হয়েছে শুনে অনেক কৌতূহলী দর্শক ইউটিউবে চোখ রেখেছেন। ‘মালাং’ গানটি অনলাইনে আপলোড হওয়ার কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ লাইক পড়া শুরু হয়। ছবি মুক্তির আগেই যশরাজ প্রোডাকশন তাই আশা করতেই পারে ধুম থ্রি আগের সব ছবির রেকর্ড ছাপিয়ে যাবে। ছবিটি মুক্তি পাবে বছরের শেষে ডিসেম্বরে।

‘মালাং’ গানের দৃশ্য দেখে যেকোন দর্শক বিমোহিত হবেন নিঃসন্দেহে। সার্কাসের মঞ্চ থেকে লাফিয়ে উড়ে আমির খান পরমুহূর্তেই ক্যাটরিনাকে জড়িয়ে ধরে নিচে ঝাঁপ দেন। আমিরের জিমন্যাস্টিক এবং দুর্ধর্ষ স্টাণ্ট আর ব্যালের সমন্বয়ে এমন নাচ আগে দেখেনি বলিউড। ব্যালে, স্টান্ট ছাড়াও তাকে শিখতে হয়েছে ফরাসি স্টাণ্ট পারকুর। এই গানের জন্য নায়ক আমির খানকে অনেক পরিশ্রম করতে হয়েছে।

গানটি তৈরির পেছনে এত টাকা খরচ হওয়ার কারণ আমেরিকা থেকে ২০০ জন প্রফেশনাল জিমন্যাস্ট দিয়ে মুম্বাইয়ে ২০ দিন নাচ ও স্টান্টের রিহার্সেল দিয়ে শুটিং করা তাদেরকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়। এছাড়াও চোখ ধাঁধানো কস্টিউম ও বিশাল সুদৃশ্য সেট তৈরিতে প্রচুর টাকা খরচ করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। পুরো সেট তৈরিতে সময় লেগেছে দুই মাস।

ধুম থ্রি তৈরিতে কত টাকা খরচ করেছে যশরাজ প্রোডাকশন তার অনুমান দর্শক করতেই পারেন মালাং এই জৌলুস দেখে। ধুম সিরিজের আগের ছবিগুলির গল্পকার বিজয়কৃষ্ণ আচার্য পরিচালনা করেছেন ধুম থ্রি। বলিউডের ইতিহাসে থ্রিডি ছাড়াও এই প্রথম কোন ছবি আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পাবে।

(দ্য রিপোর্ট/কেএম/নভেম্বর ২৯, ২০১৩)