দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের আলোচিত সাময়িকী তেহলকার প্রধান সম্পাদক তরুণ তেজপালকে শনিবার সকাল ১০টা পর্যন্ত জামিন দিয়েছে গোয়ার স্থানীয় আদালত। তাই আপাতত তিনি গ্রেফতার হওয়া থেকে রেহাই পেলেন। খবর বিবিসির।

তেজপালের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে গোয়ার স্থানীয় আদালত শুক্রবার তাকে জামিন দেন। ফলে স্থগিত হলো ধর্ষণ মামলায় গোয়া ও দিল্লি পুলিশের কাছে তার বিরুদ্ধে আগেই জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।

শুক্রবার জামিন পাওয়ার পর তেজপাল দিল্লি থেকে সন্ধ্যায় গোয়ায় যান।

গোয়া পুলিশ জানায়, এ মুহূর্তে আমরা তাকে গ্রেফতার করতে পারছি না। তবে তার ওপর কড়া নজর রাখা হচ্ছে।

তার আইনজীবী গীতা লুথরা বলেন, তেজপাল মুক্ত হলেও তদন্ত কর্মকর্তা তাকে তলব করা মাত্র তিনি হাজির হতে বাধ্য থাকিবেন।

দুই সপ্তাহ আগে তেজপাল গোয়ার একটি হোটেলে সহকর্মী এক নারী সাংবাদিককে যৌন হয়রানি করেন বলে অভিযোগ আছে।

এ অভিযোগে তেজপালের বিরুদ্ধে ৩৭৬ ধারায় (ধর্ষণ) মামলা দায়ের করে গোয়া পুলিশ। অভিযোগে দোষী হলে তার নূন্যতম ১০ বছরের জেল থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএইচও/এমএআর/নভেম্বর ২৯, ২০১৩)