কুমিল্লা সংবাদদাতা : জেলায় রবিবার থেকে লাগাতার হরতালের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

লাকসামে বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান ও মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

লাকসাম বাজার ব্যাংক চত্বরে শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে কুমিল্লা (দ.) জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিম এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শনিবার সকাল দশটার মধ্যে আটক দুই নেতার সন্ধান ও বিকেল চারটার মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় রবিবার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।

সম্প্রতি, অবরোধ চলাকালে সংষর্ষে আহত নেতা-কর্মীদের ২৭ নভেম্বর কুমিল্লা হাসপাতালে দেখতে যান সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ ও জসিম উদ্দিন। হাসপাতালে যাওয়ার পথে রাত ১০টায় সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। পরে বিএনপি নেতা জসিম উদ্দিনকে র‌্যাব-১১ লাকসাম থানায় রাত সাড়ে ১২টায় হস্তান্তর করে। কিন্তু বিএনপির অপর দুই শীর্ষ নেতাকে আটকের বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী স্বীকার করেনি।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এমএআর/নভেম্বর ২৯, ২০১৩)