দ্যারিপোর্ট২৪ ডেস্ক : বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্টি হওয়া অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া সফর বাতিল করেছেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এ্যাপেক ও পূর্ব এশিয় সম্মেলনে উপস্থিত থাকছেন না ওবামা।

এর আগে তিনি মালয়েশিয়া ও ফিলিপাইন সফর বাতিল করেন।
হোয়াইট হাউস সূত্র জানায়, ‘সরকারের অচলাবস্থার মুখে বিদেশ সফর কঠিন হয়ে পড়ায়’ এ সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন বাজেট নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে না পারার কারণে যুক্তরাষ্ট্র সরকার অংশত অচল হয়ে পড়েছে।
শুক্রবার সকালে বারাক ওবামা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামব্যাংকে ফোন করে সফর বাতিলের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে ইন্দোনেশিয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র টেইকু ফাইজাসা বিবিসিকে জানিয়েছেন।
বারাক ওবামার পরিবর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ্যাপেক এবং ব্রুনাইয়ে পূর্ব এশিয় সম্মেলনে অংশগ্রহণ করবেন।
(এমদে/জেএম/অক্টোবর ০৪, ২০১৩)