চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর কাছ থেকে ৪১ লাখ টাকা মূল্যের ৯৬০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান স্বর্ণালঙ্কার উদ্ধারের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সোয়া ৫টার দিকে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী শায়লা নাসরিন পপির হাতব্যাগ থেকে স্বর্ণালঙ্কারগুলো পাওয়া যায়। তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায়। পাসপোর্টে তাকে গৃহিণী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি একাই জেদ্দা থেকে আসছিলেন।

মশিউর রহমান আরও বলেন, ঘোষণা ছাড়া ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার বিদেশ থেকে আনা যায়। ওই যাত্রী যেহেতু ঘোষণা ছাড়াই ৯৬০ গ্রাম স্বর্ণালঙ্কার এনেছেন তাই সেগুলো আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমএআর/এনআই/জুন ২৮, ২০১৪)