শুধু আর্জেন্টিনার খেলা দেখেন লিমা
দ্য রিপোর্ট প্রতিবেদক : মডেলিং ও উপস্থাপনা নিয়ে দারুণ ব্যস্ত পারিহা লিমা। তাই নিয়মিত খেলা দেখার সময় হয় না। তবে আর্জেন্টিনার খেলা হলেই টিভির সামনে বসে যান। কারণ তার প্রিয় দলের কাছে অন্য কেউ কোনো ধার ধারে না।
এ প্রসঙ্গে পারিহা বলেছেন, ‘বাসার সবাই ব্রাজিল। তাই আমার সঙ্গে সবসময় যুদ্ধ বাধে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কও বাধে। আর্জেন্টিনার খেলা হলে সবাই প্রস্তুত থাকে আমাকে পচানোর জন্য। আর ব্রাজিলের খেলা হলে আমিও তালে থাকি, কিভাবে তাদেরকে পচানো যায়।’
তিনি আরও বলেছেন, ‘আমি ব্রাজিলের পতাকা খুলে আর্জেন্টিনারটা টাঙিয়ে দিই। আর বাসার সবাই রেগেমেগে আর্জেন্টিনার পতাকা খুলে ব্রাজিলেরটা টাঙায়।’
(দ্য রিপোর্ট/আইএফ/ডব্লিউএস/সিজি/এএল/জুন ২৯, ২০১৪)