দ্য রিপোর্ট ডেস্ক : ইসরাইলের সামরিক গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইট দেবকাফাইল বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে বিশ্বের সপ্তম বিশ্বশক্তি হিসেবে স্বীকার করে নিয়েছে।’ ইসরাইল ও সৌদি সরকার ওবামার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও বিশ্বের অপর পাঁচ পরাশক্তি চলতি সপ্তাহে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি স্বাক্ষর করায় ইরান ‘সপ্তম বিশ্বশক্তি’ হিসেবে স্বীকৃতি পেল বলে ওই ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে।

দেবকাফাইলের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানকে সপ্তম বিশ্বশক্তি হিসেবে উন্নীত করতে গোপনে সম্মত হয়েছেন; আর এ লক্ষ্যে তেহরানকে জোরালো উৎসাহ দেওয়ার জন্যই ২৪ নভেম্বর জেনেভায় পরমাণু বিষয়ে ৬ মাস মেয়াদের একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছে। এরপর একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর করা হবে।

ওয়েবসাইটটি লিখেছে, ‘এমনকি ইরানি কর্মকর্তারাও এটা ভাবতে পারেননি যে তাদের দেশকে বড় শক্তির মর্যাদা দেওয়া হবে এবং একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানসহ পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলের নানা সমস্যা সমাধানে তেহরানের কর্তৃত্বশীল ভূমিকাকেও মেনে নিয়েছে ছয় বৃহত শক্তি।’

দেবকাফাইল আরো লিখেছে, ইসরাইল ও সৌদি সরকার এই চুক্তিতে হত-বিহ্বল হয়ে পড়েছে। ইসরাইলের নানা সূত্র জানিয়েছে, এ বিষয় মোকাবেলার উপায় নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু শীর্ষস্থানীয় ইসরাইলি সেনা কর্মকর্তা, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গোপনে শলা-পরামর্শ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারও ওবামার ওই সিদ্ধান্তে বেশ আতঙ্কগ্রস্ত ও ক্রুদ্ধ।

(দ্য রিপোর্ট ডেস্ক/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)