রুহুল কবির রিজভী গ্রেফতার
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে ৩টার দিকে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া, দলটির নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেনকেও বিএনপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ রফিক আহমেদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্যান্য দিনের মতো আমিসহ অন্য স্টাফরা রাত দেড়টার দিকে ঘুমাতে যাই। রিজবী স্যার চারতলায় তার নিজ কক্ষে ঘুমান। অফিসের অপর এক স্টাফ আমাকে রাত সাড়ে ৩টার দিকে মোবাইলে ফোন করে জিজ্ঞাস করে কিছু হয়েছে কীনা। সে আমাকে স্যারের খোঁজ নিতে বলেন।
আমি স্যারের রুমে এসে দেখি তার কক্ষের দরজা ভাঙ্গা। সাদা পোশাকধারী ১৫/২০ জন স্যারকে নিয়ে দ্রুতকার্যালয় ত্যাগ করে।
রফিক আহমেদ আরো জানান, রিজভী স্যারের কক্ষ, দলের চেয়ারপারসন, মহাসচিবসহ অন্যান্য কক্ষের দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই।
পুলিশ দোতলার বারান্দা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং মেশিন দিয়ে একের পর এক রুমের তালা ও দরজা ভেঙ্গে চতুর্থ তলায় আসে। পরে তারা রিজভী স্যারের কক্ষে প্রবেশ করে ধরে নিয়ে যায়।
রফিক আহমেদ দ্য রিপোর্টকে আরো জানান, স্যারকে ধরে নিয়ে যাওয়ার পর সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করলে তারা কিছুই জানে না বলে জানায়।
রিজভী আহমেদের গ্রেফতারের ছবি তুলতে গেলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেছেন।
উল্লেখ্য, শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা চেষ্টার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর ও রুহুল কবির রিজভীসহ ১৬ নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করে শাহবাগ থানা পুলিশ। ওই মামলার প্রেক্ষিতে রিজভীকে গ্রেফতার করা হতে পারে।
(দ্য রিপোর্ট/ওএস/এমএআর/নভেম্বর ৩০, ২০১৩)