রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে ধানসহ চারটি ট্রাক ও ওষুধবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।

অবরোধ শুরু আগেই শনিবার ভোররাতে নগরীর উপকন্ঠে কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

মতিহার থানার ওসি আবদুল মজিদ বলেন, ধানভর্তি চারটি ট্রাক নওগাঁ থেকে কুষ্টিয়া এবং ওষধ ভর্তি একটি মাইক্রোবাস ঢাকা থেকে রাজশাহী আসছিল। রাত ৪টার দিকে রাস্তায় কাঠ ফেলে সড়ক অবরোধ করে চারটি ট্রাক ও মাইক্রোবাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে ট্রাক ও মাইক্রেবাসসহ ধান এবং ওষুধ পুড়ে যায়। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/বিএইচএল/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)